
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২৭ নভেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাজিতপুর, আটাপুর এলাকায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর উদ্যোগে এবং IFES-এর সহযোগিতায় অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা (Inclusive Voter Education) প্রোগ্রামের আওতায় আজ ২৭শে নভেম্বর ২০২৫ ইং তারিখে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ উঠান বৈঠকে বিভিন্ন সম্প্রদায়ের মোট ২৮ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পামডোর উপজেলা সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মাঠপর্যায়ের ফিল্ড ফ্যাসিলিটেটর কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।
উঠান বৈঠকে গণতান্ত্রিক অংশগ্রহণ বৃদ্ধি এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। পুরো সেশনটি ছিল অংশগ্রহণমূলক ও তথ্যবহুল। আলোচনার মূল বিষয়গুলো ছিল—
পরিচয় পর্ব, প্রত্যাশা যাচাই, উঠান বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, মক ভোটিং অনুশীলন, পথনাটক প্রদর্শন, ভোটদানের প্রস্তুতি, প্রশ্নোত্তর পর্ব।
আয়োজক প্রতিষ্ঠান পামডো জানায়, আদিবাসী নারীসহ প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের অংশগ্রহণ বাড়াতেই এ ধরনের অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
























