০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

উঠান বৈঠক অনুষ্ঠিত – অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রমে আদিবাসী নারীদের অংশগ্রহণ

  • প্রকাশের সময় : ১১:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 73

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার তুরীপাড়া এলাকায় আজ শুক্রবার অনুষ্ঠিত হলো অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ক একটি উঠান বৈঠক। পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PUMDO) এর বাস্তবায়ন এবং IFES-এর সহযোগিতায় আয়োজিত এ উঠান বৈঠকে ৩৪ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন।

প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—
PUMDO-এর জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহাবুর রহমান, উপজেলা সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।

উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল—পরিচয় পর্ব, অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাই, উঠান বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, ভোট প্রদানের প্রস্তুতি, পথনাটক প্রদর্শন, মক ভোটিং এবং প্রশ্নোত্তর পর্ব।

আয়োজকরা জানান, আদিবাসী নারীদের ভোটাধিকার, নিরাপদভাবে ভোট কেন্দ্রে যাওয়া, সঠিকভাবে ভোট প্রদান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সেশনের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।

উঠান বৈঠকটি সার্বিকভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

উঠান বৈঠক অনুষ্ঠিত – অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রমে আদিবাসী নারীদের অংশগ্রহণ

প্রকাশের সময় : ১১:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার তুরীপাড়া এলাকায় আজ শুক্রবার অনুষ্ঠিত হলো অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ক একটি উঠান বৈঠক। পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PUMDO) এর বাস্তবায়ন এবং IFES-এর সহযোগিতায় আয়োজিত এ উঠান বৈঠকে ৩৪ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন।

প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—
PUMDO-এর জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহাবুর রহমান, উপজেলা সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।

উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল—পরিচয় পর্ব, অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাই, উঠান বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, ভোট প্রদানের প্রস্তুতি, পথনাটক প্রদর্শন, মক ভোটিং এবং প্রশ্নোত্তর পর্ব।

আয়োজকরা জানান, আদিবাসী নারীদের ভোটাধিকার, নিরাপদভাবে ভোট কেন্দ্রে যাওয়া, সঠিকভাবে ভোট প্রদান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সেশনের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।

উঠান বৈঠকটি সার্বিকভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।