০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নবাবগঞ্জে চিকিৎসাসেবা সংকটে মানববন্ধন: উপ-স্বাস্থ্য কেন্দ্র চাই ১০ শয্যার হাসপাতাল

  • প্রকাশের সময় : ০৯:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 89

ছবিঃ সীমান্তের আওয়াজ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৮ নভেম্বর ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রকে ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভাদুরিয়া চৌরাস্তায় আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন নবাবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, “উপ-স্বাস্থ্য কেন্দ্রটির সেবা ও অবকাঠামো সীমিত। প্রায় লাখো মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এটিকে দ্রুত ১০ শয্যার হাসপাতালে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে।”

বক্তারা অভিযোগ করেন, চিকিৎসাসুবিধার অভাবে এলাকার মানুষকে সামান্য সমস্যার জন্যও দূরবর্তী হাসপাতালে যেতে হয়। এতে ভোগান্তি বাড়ার পাশাপাশি জরুরি মুহূর্তে ঝুঁকিও তৈরি হচ্ছে।

স্থানীয়রা দ্রুত সরকারি পদক্ষেপের মাধ্যমে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

নবাবগঞ্জে চিকিৎসাসেবা সংকটে মানববন্ধন: উপ-স্বাস্থ্য কেন্দ্র চাই ১০ শয্যার হাসপাতাল

প্রকাশের সময় : ০৯:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৮ নভেম্বর ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রকে ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভাদুরিয়া চৌরাস্তায় আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন নবাবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, “উপ-স্বাস্থ্য কেন্দ্রটির সেবা ও অবকাঠামো সীমিত। প্রায় লাখো মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এটিকে দ্রুত ১০ শয্যার হাসপাতালে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে।”

বক্তারা অভিযোগ করেন, চিকিৎসাসুবিধার অভাবে এলাকার মানুষকে সামান্য সমস্যার জন্যও দূরবর্তী হাসপাতালে যেতে হয়। এতে ভোগান্তি বাড়ার পাশাপাশি জরুরি মুহূর্তে ঝুঁকিও তৈরি হচ্ছে।

স্থানীয়রা দ্রুত সরকারি পদক্ষেপের মাধ্যমে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন।