
ছবিঃ সীমান্তের আওয়াজ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ২৮ নভেম্বর ২০২৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চিলইল গ্রামে তাসলিমা বেগম নামের এক বিধবা নারীর জমি পেশী শক্তির জোরে দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের জাকির হোসেন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
এ ঘটনায় বিধবা নারী তাছলিমা বেগম (৪৫) শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আজমল হুদার স্ত্রী তাছলিমা বেগম দীর্ঘ বছর ধরে স্বামীর নামীয় সাড়ে চার শতক জমি ভোগদখল করে আসছেন। কিন্তু চার মাস আগে তাঁর স্বামী মৃত্যুবরণ করার পর থেকেই একই গ্রামের জাকির হোসেন (৪৫) সহ আরও ২/৩ জন ওই জমি দখলের পাঁয়তারা শুরু করে।
অভিযোগে বলা হয়, ২৩শে নভেম্বর-২০২৫ সকাল ১০টার দিকে বিবাদীরা জমির সীমানা আইল কেটে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে তাছলিমা বেগম সেখানে গিয়ে বাঁধা দিলে বিবাদীরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং ক্ষিপ্ত হয়ে মারধরের জন্য তেড়ে আসে। এ সময় তাছলিমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, বিবাদীরা বলেন—“এই জমি জোর করে নেবোই, কে বাধা দিলে তাকেই মেরে পুঁতে ফেলবো।”
ঘটনার সময়ে স্থানীয় বাসিন্দা পলাশ ও শাহীনসহ একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তাছলিমা বেগম জানান, বিষয়টি নিয়ে আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করায় থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত জমি নিয়ে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এতে তাসলিমা বেগম ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তফসিলভুক্ত সম্পত্তির বিবরণ অনুযায়ী—জেলা- বগুড়া, থানা- শিবগঞ্জ,চিলইল মৌজার,৪২ নং জেএল,৪৬ নং এম আর খতিয়ান, ১৬০ নং আর এস খতিয়ান, ২৫৩/৩৭৫ দাগ নং-, পরিমান- ৪.৫ শতক।
ভুক্তভোগীরা জানান, , এবিষয়ে এলাকায় একাধিক বার বৈঠক বসলেও বিবাদীরা জমির কাগজপত্র দেখাতে বিভিন্ন তালবাহানা করে এবং তারা সমাধানে আসেনা। পেশী শক্তির জোরে বার বার উক্ত জমি দখল করার চেষ্টা চালায় তারা। আমরা বাঁধা দিতে গেলে পুর্ব পরিকল্পনা মতো আমাদেরকে সামজিক ও পারিবারিক ভাবে মান ক্ষুন্ন করে। আমাদের কাগজ পত্র থাকা সত্ত্বেও গায়ের জোরে উক্ত জমি দখল করার চেষ্টা চালায়।
ভুক্তভোগী আরও বলেন, আমি বিধবা নারী আমাকে হয়রানি করার উদ্দেশ্য জাকির এ সব করছে। কারন আইন আদালত করার মতো আমার কেউ নেই, একটি ছেলে সন্তান আছে সে-ও অসুস্থ, আমি একা মহিলা মানুষ, আমি সঠিক বিচার চাই।
বিষয়টি নিয়ে বিবাদী জাকির হোসেন বলেন, আদালতের মাধ্যমে আমি মোকাবিলা করবো, আদালত ছাড়া কোন প্রকার কাগজপত্র দেখাতে পারবো না, জমি যে অবস্থায় আছে ঔই অবস্থায় থাক, আদালত থেকে যে রায় আসবে সেটাই হবে। জয় পরাজয় আদালতের মাধ্যমেই মাথা পেতে নিবো।
শিবগঞ্জ থানার কর্মরত এস আই আবু তাহের বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করি এবং সমাধানের জন্য আহবান জানাই,কিন্তু বিবাদী গন আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান করতে একতাবদ্ধ পোষন করেন, আদালত ছাড়া কোথাও এ বিষয়ে বসতে চান না, অভিযোগটি পাওয়ার পর বিষয়টি তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
























