০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আত্রাইয়ে দীর্ঘ ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য থাকায় জনসেবা বিঘ্নিত

  • প্রকাশের সময় : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 111

ছবিঃ সীমান্তের আওয়াজ

​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ৩০ ডিসেম্বর, ২০২৫

নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পদটি ছয় মাস ধরে খালি থাকায় সরকারি পরিষেবা পেতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

​জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন চলতি বছরের জুন মাসে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকেই আত্রাইয়ের ইউএনও’র চেয়ারটি শূন্য। দীর্ঘ এই সময় ধরে প্রায় তিন মাস ধরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান প্রায় ৪ মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এর পর আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে বার্তমান দায়িত্ব পালন করছেন।

​উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডস্বরূপ এই পদটি শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অনুমোদনে দীর্ঘ সময় লাগছে। এতে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত প্রয়োজন মেটাতে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। সরকারি বিভিন্ন কাজ এবং জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গতি কমে আসায় স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

​আত্রাই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সাথে কথা হলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও-একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুভার সামলানো নিঃসন্দেহে একটি বিরাট চ্যালেঞ্জ। তবে, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে তাদের সেবা পেতে বেশি ভোগান্তির শিকার না হন, সেই দিকটি নিশ্চিত করতে নিরলস কাজ করছি।

​ ​আত্রাইয়ের জনগণ আশা করছে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে উপজেলায় একজন নিয়মিত ইউএনও পদায়ন করবেন, যাতে জনসেবা স্বাভাবিক গতিতে ফিরে আসে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আত্রাইয়ে দীর্ঘ ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য থাকায় জনসেবা বিঘ্নিত

প্রকাশের সময় : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ৩০ ডিসেম্বর, ২০২৫

নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পদটি ছয় মাস ধরে খালি থাকায় সরকারি পরিষেবা পেতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

​জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন চলতি বছরের জুন মাসে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকেই আত্রাইয়ের ইউএনও’র চেয়ারটি শূন্য। দীর্ঘ এই সময় ধরে প্রায় তিন মাস ধরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান প্রায় ৪ মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এর পর আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে বার্তমান দায়িত্ব পালন করছেন।

​উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডস্বরূপ এই পদটি শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অনুমোদনে দীর্ঘ সময় লাগছে। এতে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত প্রয়োজন মেটাতে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। সরকারি বিভিন্ন কাজ এবং জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গতি কমে আসায় স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

​আত্রাই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সাথে কথা হলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও-একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুভার সামলানো নিঃসন্দেহে একটি বিরাট চ্যালেঞ্জ। তবে, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে তাদের সেবা পেতে বেশি ভোগান্তির শিকার না হন, সেই দিকটি নিশ্চিত করতে নিরলস কাজ করছি।

​ ​আত্রাইয়ের জনগণ আশা করছে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে উপজেলায় একজন নিয়মিত ইউএনও পদায়ন করবেন, যাতে জনসেবা স্বাভাবিক গতিতে ফিরে আসে।