
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লায় এক তরুণীকে ভাড়া নেওয়ার পর পরিকল্পিতভাবে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুমারগাড়ি মাঠে এ নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মনঝার গুচ্ছগ্রামের বাসিন্দা তরুণী (৩৫) কে ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন (৩০) তিনজনের জন্য ভাড়া নেন। কিন্তু চুক্তি ভেঙে খাবার আনার কথা বলে তিনি আরও চার সহযোগীকে ঘটনাস্থলে নিয়ে আসেন। পরে সুমনসহ সাতজন মিলে মাঠের মধ্যে ওই তরুণীকে ধর্ষণ করে এবং তার স্বামীকে হাত-মুখ বেঁধে রাখে।
ধর্ষণের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী। পরে অতিরিক্ত টাকা দাবি করলে সুমন অস্বীকার করেন। অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তরুণী তার বোন ও স্বামীকে নিয়ে ক্ষেতলাল থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানান।
খবর পেয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহের পাশাপাশি আহত তরুণীর চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে ভাসিলা গ্রামের বেলালের ছেলে জাফরুল (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
























