
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ রুহুল আমিন পারভেজ, নিজস্ব প্রতিনিধিঃ সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে তিনি নতুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আসাদুজ্জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নতুন পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পূর্বে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মিনা মাহমুদা। তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন।
জয়পুরহাটে একজন নারী কর্মকর্তার সর্বোচ্চ নেতৃত্বে পুলিশের দায়িত্ব পালন শুরু হওয়ায় স্থানীয় গণমাধ্যম ও সচেতন মহলে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
























