
ছবিঃ সীমান্তের আওয়াজ
গোলাম রব্বানী, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় হিলি স্থলবন্দর চেকপোস্ট সংলগ্ন শূন্যরেখার (২৮৫/১১ এস পিলার) বাংলাদেশ অংশে এ বৈঠক হয়।
বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল অংশ নেয়। অন্যদিকে, ভারতের বিএসএফ-৮৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী কং ইয়ানবার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বৈঠকের শুরুতে দুই বাহিনীর সদস্যরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান। পরে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সমন্বয় বৃদ্ধি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা হয়।
দুই বাহিনী সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বৈঠক শেষ করে।


























