ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ০১ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় শুরু হওয়া এ সভায় উপজেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক সেবা কার্যক্রম এবং স্থানীয় সমস্যা–সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার উপ-পরিদর্শক দীপেন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাহিদ নাজনিন ডেইজি, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ এবং এলডিইডি’র উপজেলা প্রকৌশলী শ্রী সুমন কুমার দেবনাথ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবীও অংশগ্রহণ করেন।
আলোচনায় কৃষকদের কাছ থেকে সারের নির্ধারিত দামের বেশি মূল্য নেওয়া ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ গুরুত্ব পায়। জেলা প্রশাসক এ বিষয়ে বাজার মনিটরিং জোরদার, সরবরাহ তদারকি বৃদ্ধি এবং অনিয়ম প্রতিরোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
[caption id="attachment_6014" align="alignnone" width="300"]
ছবিঃ সীমান্তের আওয়াজ[/caption]
এ ছাড়া সভায় মাদক নিয়ন্ত্রণ, সড়ক–ঘাটের উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাতের সমস্যা–সম্ভাবনা এবং জনসেবায় অধিক সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় চাহিদা ও সমস্যা উপস্থাপন করে বাস্তবসম্মত সমাধানের সুপারিশ প্রদান করেন।
সভা শেষে জেলা প্রশাসক সমন্বিত ও অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে কালাই উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় আরও গতি আনতে সকলের সহযোগিতা কামনা করেন। অংশগ্রহণকারীরাও উন্নয়ন ও সেবার মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।