০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

  • প্রকাশের সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 65

ছবিঃ সীমান্তের আওয়াজ

জেলা প্রেসক্লাব, নাটোর-এর আত্মপ্রকাশ

নাটোর প্রতিনিধিঃ ২ নভেম্বর, ২০২৫

নাটোরে ‘জেলা প্রেসক্লাব, নাটোর’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (৩০ ট নভেম্বর ২০২৫) দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখের সেরেস্তায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। জেলার বিচ্ছিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখকে সভাপতি এবং দৈনিক অপরাধ জগত পত্রিকার সাংবাদিক সুজন মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উপদেষ্টা পরিষদ:
আরিফুল ইসলাম তপু, সম্পাদক দৈনিক এই নাটোর প্রফেসর আব্দুস সালাম, বড়াইগ্রমি অধ্যক্ষ সাজেদুর রহমান, জেলা প্রতিনিধি (চ্যানেল এস), সাইফুর রহমান চৌধুরী, বড়াইগ্রাম।

প্রেসক্লাব, নাটোর স্থাপিতঃ ২০২৫ ইং

কার্যনির্বাহী কমিটি:
সিনিয়র সহ-সভাপতি: আলাউদ্দিন জালাল (দৈনিক প্রাপ্তি-প্রসঙ্গ, লালপুর), সিনিয়র সহ-সভাপতি: আব্দুর রশিদ (দৈনিক জন দেশ), সহ-সভাপতি: অ্যাড, বাকীবিল্লাহ রশিদী (সিংড়া), শামসুল ইসলাম (লালপুর), তাওহিদা ইসলাম তন্নী।

মেহেরুল যুগ্ম সাধারণ সম্পাদক: ইসলাম মোহন (দৈনিক বারবেলা, লাল-পুর), আবু বাসার (দৈনিক বাংলাদেশ সমাচার, বাগাতিপাড়া), কোষাধ্যক্ষ: সাদ্দাম হোসেন (দৈনিক স্বাধীন ভোর, বাগাতিপাড়া), সহকারী কোষাধ্যক্ষ: মাহাবুর রনি (দৈনিক বারবেলা, সিংড়া) সহ সাংগঠনিক সম্পাদক: আশরাফুল ইসলাম (দৈনিক অপরাধ দমন, লাল-পুর) শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মনজুর ইসলাম (এস ডি টিভি, লালপুর), দপ্তর সম্পাদক: প্রসেঞ্জিত কুমার (দৈনিক আজকের, বসুন্ধরা, নাটোর সদর), আপ্যায়ন সম্পাদক: সি.পি, ফরহাদ, আইন সম্পাদক: অ্যাড, রবিউল আলম সরদার (দৈনিক মাতৃজগত, বড়াইগ্রাম)

কার্যনির্বাহী সদস্যঃ
ইব্রাহিম আলী (সিংড়া), আব্দুল আলিম (গুরুদাসপুর), শ্যামল কুমার (লালপুর), আমিনুল ইসলাম (সিংড়া), আশরাফুল ইসলাম হীমেল (বড়াইগ্রাম), আজিজুল হাকিম (সিংড়া), শরিফুল ইসলাম শরিফ (সিংড়া), অ্যাড, আনোয়ার হোসেন (বড়াইগ্রাম), কাবিল উদ্দিন কাফি (সিংড়া), আরিফুল ইসলাম (নলডাঙ্গা), শাহিন আলম (সিংড়া), সজিব তুষার (নাটোর সদর), আব্দুর রহমান (নাটোর সদর)। নতুন নেতৃত্ব জানান, নাটোর জেলার সাংবাদিকদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা এবং আধুনিক গণমাধ্যম অগ্রগতিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

জেলা প্রেসক্লাব, নাটোর-এর আত্মপ্রকাশ

নাটোর প্রতিনিধিঃ ২ নভেম্বর, ২০২৫

নাটোরে ‘জেলা প্রেসক্লাব, নাটোর’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (৩০ ট নভেম্বর ২০২৫) দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখের সেরেস্তায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। জেলার বিচ্ছিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখকে সভাপতি এবং দৈনিক অপরাধ জগত পত্রিকার সাংবাদিক সুজন মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উপদেষ্টা পরিষদ:
আরিফুল ইসলাম তপু, সম্পাদক দৈনিক এই নাটোর প্রফেসর আব্দুস সালাম, বড়াইগ্রমি অধ্যক্ষ সাজেদুর রহমান, জেলা প্রতিনিধি (চ্যানেল এস), সাইফুর রহমান চৌধুরী, বড়াইগ্রাম।

প্রেসক্লাব, নাটোর স্থাপিতঃ ২০২৫ ইং

কার্যনির্বাহী কমিটি:
সিনিয়র সহ-সভাপতি: আলাউদ্দিন জালাল (দৈনিক প্রাপ্তি-প্রসঙ্গ, লালপুর), সিনিয়র সহ-সভাপতি: আব্দুর রশিদ (দৈনিক জন দেশ), সহ-সভাপতি: অ্যাড, বাকীবিল্লাহ রশিদী (সিংড়া), শামসুল ইসলাম (লালপুর), তাওহিদা ইসলাম তন্নী।

মেহেরুল যুগ্ম সাধারণ সম্পাদক: ইসলাম মোহন (দৈনিক বারবেলা, লাল-পুর), আবু বাসার (দৈনিক বাংলাদেশ সমাচার, বাগাতিপাড়া), কোষাধ্যক্ষ: সাদ্দাম হোসেন (দৈনিক স্বাধীন ভোর, বাগাতিপাড়া), সহকারী কোষাধ্যক্ষ: মাহাবুর রনি (দৈনিক বারবেলা, সিংড়া) সহ সাংগঠনিক সম্পাদক: আশরাফুল ইসলাম (দৈনিক অপরাধ দমন, লাল-পুর) শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মনজুর ইসলাম (এস ডি টিভি, লালপুর), দপ্তর সম্পাদক: প্রসেঞ্জিত কুমার (দৈনিক আজকের, বসুন্ধরা, নাটোর সদর), আপ্যায়ন সম্পাদক: সি.পি, ফরহাদ, আইন সম্পাদক: অ্যাড, রবিউল আলম সরদার (দৈনিক মাতৃজগত, বড়াইগ্রাম)

কার্যনির্বাহী সদস্যঃ
ইব্রাহিম আলী (সিংড়া), আব্দুল আলিম (গুরুদাসপুর), শ্যামল কুমার (লালপুর), আমিনুল ইসলাম (সিংড়া), আশরাফুল ইসলাম হীমেল (বড়াইগ্রাম), আজিজুল হাকিম (সিংড়া), শরিফুল ইসলাম শরিফ (সিংড়া), অ্যাড, আনোয়ার হোসেন (বড়াইগ্রাম), কাবিল উদ্দিন কাফি (সিংড়া), আরিফুল ইসলাম (নলডাঙ্গা), শাহিন আলম (সিংড়া), সজিব তুষার (নাটোর সদর), আব্দুর রহমান (নাটোর সদর)। নতুন নেতৃত্ব জানান, নাটোর জেলার সাংবাদিকদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা এবং আধুনিক গণমাধ্যম অগ্রগতিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য।