
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্ট ॥ বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
আজ ৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার। কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের টিসিআরপি ও আদিবাসী স্থায়িত্বশীলতা অর্জন (ASA) প্রকল্পের আয়োজনে জয়পুরহাট জেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের মাননীয় জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ সালেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা এনজিও সমন্বয়কারী জনাব রুহুল আমিন, খঞ্জনপুর মারীয়া আমাদের সহায় ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার জোশ পাম্পাডিলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও বিভিন্ন এনজিও প্রধান ও প্রতিনিধিগণ, সমাজসেবক, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী, প্রকল্প সুপারভাইজার কস্তানতিনা টপ্য ও মার্সেলিনা বাস্কে, টিসিআরপি রাজশাহীর আঞ্চলিক এনিমেটর লীনা বিশ্বাস, অ্যাকশন অ্যান্ড লাইট-এর নির্বাহী পরিচালক ড. সাজ্জাদুল বারী, সাংবাদিক সোলেমন হাঁসদা ও মোঃ মাসুদ রানা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতকরণ এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারী সবাই প্রতিবন্ধীবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
























