০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জয়পুরহাটে পার্কিং করা বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

  • প্রকাশের সময় : ০৬:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • 48

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এই আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটির সামনের গ্লাসসহ ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো- ব ১১-৩১২৪। বাসটির মালিক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভেরাগ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন।

ঘটনা সম্পর্কে বাস মালিক আফজাল হোসেন বলেন, “রাতে বাসটি পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ আগুন লাগলো কীভাবে বুঝতে পারছি না। প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।”

ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তে প্রকৃত কারণ বের হয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জয়পুরহাটে পার্কিং করা বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : ০৬:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এই আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটির সামনের গ্লাসসহ ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো- ব ১১-৩১২৪। বাসটির মালিক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভেরাগ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন।

ঘটনা সম্পর্কে বাস মালিক আফজাল হোসেন বলেন, “রাতে বাসটি পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ আগুন লাগলো কীভাবে বুঝতে পারছি না। প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।”

ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তে প্রকৃত কারণ বের হয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।