
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার ॥ ০৩ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন—জাকস প্রধান নুরুল আমিন দুদু, এসও প্রধান মতিনুর রহমান, ডিএমএসএস প্রধান মাহবুবা সরকার, অ্যাকশন এন্ড লাইট-এর নির্বাহী পরিচালক ড. সাজ্জাদুল বারী, বন্ধন-এর কো-অর্ডিনেটর বিপ্লব চৌধুরী এবং কারিতাসের প্রলয় মারান্ডি প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়—তাঁরা সুযোগ পেলে সমাজের সম্পদে পরিণত হতে পারেন। জেলা প্রশাসন এ বিষয়ে সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করছে।”
অনুষ্ঠান শেষে চারজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।


























