
ছবিঃ সীমান্তের আওয়াজ
আত্মিক শান্তির সন্ধানে নেপাল থেকে জয়পুরহাট— রোজিনার নতুন জীবনের সূচনা
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
ভালোবাসা, বিশ্বাস ও আত্মিক টানের অনন্য এক গল্প গড়ে উঠেছে জয়পুরহাটে। নেপাল থেকে আসা ২০ বছর বয়সী তরুণী রোজিনা দীর্ঘদিনের অনুসন্ধান ও আত্মশান্তির খোঁজে অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
জন্মসূত্রে হিন্দু সম্প্রদায়ের হলেও মুসলিম সমাজে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মেলামেশা, তাদের আচরণ, ধর্মীয় নীতিমালা ও নৈতিক মূল্যবোধ রোজিনাকে গভীরভাবে প্রভাবিত করে। ধীরে ধীরে তার মনে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয় এবং বহু চিন্তা–ভাবনার পর নিজস্ব ইচ্ছাতেই ধর্মান্তরের সিদ্ধান্ত নেন তিনি।
রোজিনা জানান— তার পিতার নাম খাডকা রাজ গিরী, মাতা বিমলা গিরী। নেপালের সিন্দু জেলার লেপা সিন্দু গ্রামে জন্ম। বর্তমানে জয়পুরহাটের দেবীপুর এলাকায় বসবাস করছেন।
৯ ডিসেম্বর, শপথ ও অঙ্গীকার অনুষ্ঠানে তিনি বলেন— “আমি পূর্ণবয়স্ক, সুস্থ ও স্বাভাবিক। নিজের অন্তর্দৃষ্টি, জ্ঞান এবং স্বতঃস্ফূর্ত ইচ্ছার ভিত্তিতেই ইসলাম গ্রহণ করেছি। মুসলিম পরিবারের নৈতিকতা, সামাজিক আচরণ ও ধর্মীয় মূল্যবোধ আমাকে অনুপ্রাণিত করেছে। এখন আমি পূর্বের ধর্ম অনুসরণ করি না। সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি।”
ধর্মান্তরের আনুষ্ঠানিকতায় তিনি কালেমা পাঠ করেন এবং ইসলাম গ্রহণের পর নিজের নাম ‘মোছাঃ রোজিনা ইসলাম’ হিসেবে ঘোষণা করেন। এখন থেকে এই নামেই পরিচিত হতে চান তিনি।
তার ঘোষণায় আরও উল্লেখ করা হয়—ইসলাম গ্রহণ সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত; এতে কোনো ব্যক্তি বা পরিবার আইনগত বা সামাজিকভাবে জড়িত নয়। তার সিদ্ধান্তে অন্য কারও ওপর কোনো দায় বর্তাবে না।
নেপালি তরুণীর এই আত্মিক যাত্রা, ধর্মের প্রতি আগ্রহ এবং নতুন জীবনের পথচলা স্থানীয় সমাজে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ব্যক্তিগত বিশ্বাসের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
























