০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • প্রকাশের সময় : ০১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 43

ছবিঃ সীমান্তের আওয়াজ

মুনছুর রহমান — স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আরা স্থানীয় গণ-মাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও শামীমা আরা বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতা একান্ত প্রয়োজন।” তিনি মাঠ প্রশাসনের কার্যক্রম ও সেবামুখী উদ্যোগগুলো গণমাধ্যমের সহযোগিতায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

কালাই সাংবাদিক পরিষদ, কালাই প্রেসক্লাব, প্রেসক্লাব কালাই, কালাই উপজেলা প্রেসক্লাব, কালাই মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিজেদের পরিচয়, কাজের ক্ষেত্র ও এলাকার সম্ভাবনা–সমস্যা তুলে ধরেন। সংবাদ সংগ্রহে সমন্বয়, তথ্যপ্রাপ্তির সুবিধা, সাধারণ জনগণের ভোগান্তি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি—এসব বিষয়ে মুক্ত আলোচনা হয়।

উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকরা সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশের সময় : ০১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

মুনছুর রহমান — স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আরা স্থানীয় গণ-মাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও শামীমা আরা বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতা একান্ত প্রয়োজন।” তিনি মাঠ প্রশাসনের কার্যক্রম ও সেবামুখী উদ্যোগগুলো গণমাধ্যমের সহযোগিতায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

কালাই সাংবাদিক পরিষদ, কালাই প্রেসক্লাব, প্রেসক্লাব কালাই, কালাই উপজেলা প্রেসক্লাব, কালাই মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিজেদের পরিচয়, কাজের ক্ষেত্র ও এলাকার সম্ভাবনা–সমস্যা তুলে ধরেন। সংবাদ সংগ্রহে সমন্বয়, তথ্যপ্রাপ্তির সুবিধা, সাধারণ জনগণের ভোগান্তি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি—এসব বিষয়ে মুক্ত আলোচনা হয়।

উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকরা সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।