
ছবিঃ সীমান্তের আওয়াজ
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক—আখতারুল ইসলাম ও মাহমুদুর রহমান—অবসর গ্রহণ করায় তাদের সম্মানে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ে দুই শিক্ষককে সম্মানসূচক বিদায় জানানো হয়। ফুলেল শুভেচ্ছা, স্মারক উপহার এবং দোয়ার মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, দীর্ঘ শিক্ষাজীবনে তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।























