ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুর খনন করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
গত বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরার নেতৃত্বে ঘাটুরিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঘাটুরিয়া গ্রামের আজিমদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৯) পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দণ্ডিত হন। পরে মোবাইল কোর্ট তাকে ৫০,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় কালাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা বলেন, “অবৈধ মাটিকাটাসহ পরিবেশ ধ্বংসকারী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।