০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আত্রাইয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠে দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

  • প্রকাশের সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 51

ছবিঃ সীমান্তের আওয়াজ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় দেশজুড়ে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নওগাঁ জেলা প্রশাসকের জারিকৃত এক অফিস আদেশে আত্রাই উপজেলার নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয় সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক এবং নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনকে।

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালন করবেন তাঁরা।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক বলেন, “নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আত্রাই উপজেলায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকায় আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সকলের সহযোগিতায় আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চাই।”

দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় নির্বাচনী এলাকাজুড়ে নিয়মিত টহল, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন আশা করছে, তাঁদের সক্রিয় ভূমিকার মাধ্যমে আত্রাই উপজেলায় একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আত্রাইয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠে দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

প্রকাশের সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় দেশজুড়ে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নওগাঁ জেলা প্রশাসকের জারিকৃত এক অফিস আদেশে আত্রাই উপজেলার নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয় সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক এবং নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনকে।

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালন করবেন তাঁরা।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক বলেন, “নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আত্রাই উপজেলায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকায় আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সকলের সহযোগিতায় আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চাই।”

দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় নির্বাচনী এলাকাজুড়ে নিয়মিত টহল, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন আশা করছে, তাঁদের সক্রিয় ভূমিকার মাধ্যমে আত্রাই উপজেলায় একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।