
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাটার মোড়–আমতলী–রামদেও বাজলা সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে গুলিবিদ্ধ করা হয়। একইভাবে এর আগে ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। এসব ঘটনা দেশের চলমান রাজনৈতিক সহিংসতার ভয়াবহ দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে বিরোধী প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এই সহিংসতার সঙ্গে জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আহ্বান জানান।
























