০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

উঠান বৈঠকের মাধ্যমে আদিবাসী ভোটারদের সচেতনতা বৃদ্ধিঃ জয়পুরহাটে পামডো– আইএফইএসের ইনক্লুসিভ ভোটার এডুকেশন কার্যক্রম

  • প্রকাশের সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 64

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫

ইনক্লুসিভ ও সচেতন ভোটার গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাট জেলায় আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে চারটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর বাস্তবায়নে এই উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলার ডিলারপাড়া, আয়মারসুলপুর, বড়তারা ও জয়পুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত এসব উঠান বৈঠকে মোট ১২৮ জন আদিবাসী নারী ও পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আগ্রহ ও মনোযোগের সঙ্গে ভোটার শিক্ষা কার্যক্রমে যুক্ত হন।

উঠান বৈঠকগুলো পরিচালনা করেন পামডোর উপজেলা সুপারভাইজার মো. রবিউল ইসলাম। এ সময় ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।

বৈঠকগুলোতে প্রশিক্ষণের অংশ হিসেবে গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা তুলে ধরা হয়। পাশাপাশি ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে মক ভোটিং, পথনাটক প্রদর্শন এবং ভোট প্রদানের প্রস্তুতি সংক্রান্ত ব্যবহারিক দিকগুলো আলোচনা করা হয়। প্রশিক্ষণের শুরুতে উদ্বোধনী ঘোষণা ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাই করা হয়, পরে উঠান বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।

আয়োজকদের মতে, এই ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

উঠান বৈঠকের মাধ্যমে আদিবাসী ভোটারদের সচেতনতা বৃদ্ধিঃ জয়পুরহাটে পামডো– আইএফইএসের ইনক্লুসিভ ভোটার এডুকেশন কার্যক্রম

প্রকাশের সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫

ইনক্লুসিভ ও সচেতন ভোটার গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাট জেলায় আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে চারটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর বাস্তবায়নে এই উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলার ডিলারপাড়া, আয়মারসুলপুর, বড়তারা ও জয়পুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত এসব উঠান বৈঠকে মোট ১২৮ জন আদিবাসী নারী ও পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আগ্রহ ও মনোযোগের সঙ্গে ভোটার শিক্ষা কার্যক্রমে যুক্ত হন।

উঠান বৈঠকগুলো পরিচালনা করেন পামডোর উপজেলা সুপারভাইজার মো. রবিউল ইসলাম। এ সময় ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।

বৈঠকগুলোতে প্রশিক্ষণের অংশ হিসেবে গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা তুলে ধরা হয়। পাশাপাশি ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে মক ভোটিং, পথনাটক প্রদর্শন এবং ভোট প্রদানের প্রস্তুতি সংক্রান্ত ব্যবহারিক দিকগুলো আলোচনা করা হয়। প্রশিক্ষণের শুরুতে উদ্বোধনী ঘোষণা ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাই করা হয়, পরে উঠান বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।

আয়োজকদের মতে, এই ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।