০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ঢাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

  • প্রকাশের সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 38

ছবিঃ সীমান্তের আওয়াজ

কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তি। এরই অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল। তিনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ চরম হুমকির মুখে পড়বে।”

জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. রাহিসুল ইসলাম বলেন, “এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত অপচেষ্টা, যার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং দেশে সন্ত্রাসী রাজনীতির ভিত্তি তৈরি করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—রক্তের ভয় দেখিয়ে এ দেশের গণতন্ত্রকে দমিয়ে রাখা যাবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফি দেওয়ান, সদস্য সচিব মো. রাহিসুল ইসলাম, ইশতিয়াকসহ এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

ঢাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

প্রকাশের সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তি। এরই অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল। তিনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ চরম হুমকির মুখে পড়বে।”

জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. রাহিসুল ইসলাম বলেন, “এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত অপচেষ্টা, যার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং দেশে সন্ত্রাসী রাজনীতির ভিত্তি তৈরি করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—রক্তের ভয় দেখিয়ে এ দেশের গণতন্ত্রকে দমিয়ে রাখা যাবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফি দেওয়ান, সদস্য সচিব মো. রাহিসুল ইসলাম, ইশতিয়াকসহ এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।