
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৩ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। এ কার্যক্রমে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ করা যাচ্ছে।
শুক্রবার বিকাল থেকেই উপজেলার সীমান্তবর্তী সড়কের মোড়গুলোসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি ও যাত্রীদের পরিচয় যাচাই করছেন। শনিবার দুপুরে নাকরগাছী এলাকায় জয়পুরহাট–হিলি পাকা সড়কে বিজিবির চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করতে দেখা যায়।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় দেশ ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সীমান্তের বিভিন্ন পয়েন্ট এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিলার যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় বাড়তি নজরদারিতে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হলেও তল্লাশির কারণে কোথাও কোথাও যানবাহন চলাচলে সাময়িক ধীরগতি লক্ষ্য করা গেছে।
























