ছবিঃ সীমান্তের আওয়াজ
বগুড়া প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর ২০২৫
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যংক চালান সৃষ্টি করার অভিযোগে মামলায় আইনজীবীর মহরারসহ দুই আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আসামীরা হলো দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে রেজাউল করিম ওরফে আজাদুল (আইনজীবীর মহরার) ও আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে রশিদুল ইসলাম।
আসামীরা গত বৃহস্পতিবার অবকাশকালীন দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের সিনিয়র দায়রা জজ মোঃ শাহজাহান কবির জামিনের আবেদন শুনানী শেষে এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বিচারিক আদালত ব্যাংক চেক প্রত্যাখানের মামলার বিচারের রায়ে আদমদীঘির অন্তাহার গ্রামের ফারুক শাহর স্ত্রী আসামী কাজলকে জেল জরিমানার আদেশ দেন। গ্রেফতারী পরোয়ানা মুলে পুলিশ গ্রেফতার করে, সংশ্লিষ্ট আদালতে সোপার্দ করলে আদালত আসামী কাজলকে কারাগারে প্রেরণ করেন। রায়কৃত চেকের মুল টাকার মধ্যে ৫০ ভাগ টাকা ব্যাংক চালান মুলে জামা প্রদান করে আসামী কাজলের পক্ষে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ৬৮৫/ ২০২৪ ফৌজদারি আপীল মামলা দায়ের করে। ওই আপীল মামলালাটি নিস্পত্তির জন্য বগুড়ার য়ুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতে প্রেরিত হয়। ওই আদালত থেকে আপীল্যান্ট আসামি পক্ষে দাখিলী সোনালী ব্যাংকের চালানটি যাচাই অন্তে ও ব্যাংক কর্তৃক দাখিলী প্রতিবেদন দৃষ্টে জাল ও ভূয়া হিসেবে প্রমাণিত হয়।
বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আহসান হাবিবের নির্দেশে আদালতের বেঞ্চ সহকারী সমেন মিত্র বগুড়া সদর থানায় এই মামলার এজাহার দায়ের করেন।
মামলার ২ আসামীসহ ৪ জনকে আসামী করা হয়েছে। অপর আসামীরা হলো, বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালি গ্রামের বাসিন্দা আইনজীবী মোঃ আরিফুল ইসলাম (ওরফে) আরিফ, আদমদীঘি উপজেলার অন্তাহারের মৃত আজি শাহ’র ছেলে ফারুক শাহ্।
মামলাটি পরিচালনা বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বছেদ ও আসামী পক্ষে এড. লুৎফর রহমান (১)।