০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আত্রাইয়ে পাক হানাদার মুক্ত দিবস-শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 31

ছবিঃ সীমান্তের আওয়াজ


​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ১৫ ডিসেম্বর ২০২৫

​নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আত্রাই পাক হানাদার মুক্ত দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবস দুটি উপলক্ষে আজ রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সকাল ১১টায় আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিশাল র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। ​র‍্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ​সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় ​আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, খালেকুজ্জামান বুলু, আজিজার রহমান, আফিল উদ্দিন, মোজহার হোসেন, মজিবর রহমান প্রমুখ।

​সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বলেন, ১৪ ডিসেম্বর আত্রাই হানাদার মুক্ত হয়েছিল। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। কিন্তু এই দিনটির ঠিক আগেই আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শহীদদের স্মরণ করছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে উৎসাহিত করতে হবে। এই মুক্ত চেতনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ​উপস্থিত বক্তারা ১৪ ডিসেম্বর আত্রাই মুক্ত হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আত্রাইয়ে পাক হানাদার মুক্ত দিবস-শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ


​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ১৫ ডিসেম্বর ২০২৫

​নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আত্রাই পাক হানাদার মুক্ত দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবস দুটি উপলক্ষে আজ রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সকাল ১১টায় আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিশাল র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। ​র‍্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ​সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় ​আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, খালেকুজ্জামান বুলু, আজিজার রহমান, আফিল উদ্দিন, মোজহার হোসেন, মজিবর রহমান প্রমুখ।

​সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বলেন, ১৪ ডিসেম্বর আত্রাই হানাদার মুক্ত হয়েছিল। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। কিন্তু এই দিনটির ঠিক আগেই আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শহীদদের স্মরণ করছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে উৎসাহিত করতে হবে। এই মুক্ত চেতনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ​উপস্থিত বক্তারা ১৪ ডিসেম্বর আত্রাই মুক্ত হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।