
ছবিঃ সীমান্তের আওয়াজ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর ২০২৫
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাদ মাগরিব ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণকবর প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্বলন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা নির্মমভাবে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয়েছিল।
আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


























