০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নওগাঁয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 55

ছবিঃ সীমান্তের আওয়াজ

নওগাঁ প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর ২০২৫

নওগাঁর মহাদেবপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মহাদেবপুর উপজেলা ডাকবাংলো মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহাদেবপুর উপজেলার ৯০টি ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল। বিশেষ বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

প্রধান বক্তার বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন,
“দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ নির্বাচনী তফসিল ঘোষণার পর্যায়ে দেশ এসেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপসহীন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়া আজ মৃত্যুর মুখোমুখি। এই সংকটময় মুহূর্তে দেশের জন্য তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন। দেশের মানুষ তাঁর পাশে আছে। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও বিএনপি ও দেশের নেতৃত্ব দেবেন।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু বলেন, “যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন, আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম—ধানের শীষ যার, আমরা তার। অথচ এখন নানা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারেক রহমান ও খালেদা জিয়াকে সত্যিকার অর্থে ভালোবাসলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

নওগাঁয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

নওগাঁ প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর ২০২৫

নওগাঁর মহাদেবপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মহাদেবপুর উপজেলা ডাকবাংলো মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহাদেবপুর উপজেলার ৯০টি ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল। বিশেষ বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

প্রধান বক্তার বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন,
“দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ নির্বাচনী তফসিল ঘোষণার পর্যায়ে দেশ এসেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপসহীন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়া আজ মৃত্যুর মুখোমুখি। এই সংকটময় মুহূর্তে দেশের জন্য তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন। দেশের মানুষ তাঁর পাশে আছে। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও বিএনপি ও দেশের নেতৃত্ব দেবেন।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু বলেন, “যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন, আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম—ধানের শীষ যার, আমরা তার। অথচ এখন নানা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারেক রহমান ও খালেদা জিয়াকে সত্যিকার অর্থে ভালোবাসলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।