
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পশ্চিম বৃদ্ধিগ্রামে কৃষি ইউনিট (মৎস্য খাত) ফলাফল প্রদর্শন ও প্রতিরুপায়ণ সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে উপজেলার বৃদ্ধিগ্রামের মৎস্যচাষী আবু তাহেরের বাড়িতে ট্যাংকে কৈ মাছ চাষ পদ্ধতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সামনের মাঠ দিবসে এলাকার শতাধিক মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
জাকস ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফের অর্থায়নে খরাপ্রবণ এলাকায় বিশেষায়িত ট্যাংকে উচ্চমৃল্যের মাছচাষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। এসময় উপস্থিত বক্তব্য দেন জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল জাবির, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাফসান জানী ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান।
উন্নত পদ্ধতিতে কৈ মাছ চাষ প্রদর্শন
রোববার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পশ্চিম বৃদ্ধিগ্রামে কৃষি ইউনিটের (মৎস্য খাত) ফলাফল প্রদর্শন ও প্রতিরুপায়ণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার মৎস্যচাষী আবু তাহেরের বাড়ির ট্যাংকে কৈ মাছ চাষের পদ্ধতি সরাসরি প্রদর্শন করা হয়। সামনের মাঠ দিবসে শতাধিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
জাকস ফাউন্ডেশন ও পিকেএসএফের উদ্যোগে বিশেষায়িত প্রদর্শনী
জাকস ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের অর্থায়নে খরাপ্রবণ এলাকায় উচ্চমৃত্তিকার মাছচাষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। এছাড়া উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল জাবির, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাফসান জানী ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান।
দক্ষ মৎস্যচাষী তৈরি ও স্থানীয় অর্থনীতি উন্নয়ন প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল খরাপ্রবণ এলাকায় ট্যাংকে উচ্চমৃত্তিকার মাছচাষের উন্নত পদ্ধতি সম্প্রসারণ এবং স্থানীয় মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধি করা।


























