
ছবিঃ সীমান্তের আওয়াজ
বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
পাঁচবিবি প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর ২০২৫
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পালিত হয়েছে ঐতিহাসিক ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন নেতৃত্বে পৌরসভাধীন কালিশা বধ্যভূমি, বালিঘাটা ইউনিয়নের কোকতারা বকুলতলা বধ্যভূমি, আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর বধ্যভূমি এবং ধরঞ্জী ইউনিয়নের নন্দইল আদিবাসী ভাস্কর্য প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকল শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা সংঘটিত নির্মম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাস, এর পেছনের উদ্দেশ্য এবং জাতির জীবনে এর গভীর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্বাধীনতার ঠিক প্রাক্কালে দেশের মেধাবী শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সংস্কৃতিজনদের পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


























