০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

পোরশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 34

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৪ ডিসেম্বর ২০২৫

মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাযজ্ঞের কথা স্মরণ করে বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল স্বাধীনতার পূর্বমুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ধারণ করেই একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

পোরশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৪ ডিসেম্বর ২০২৫

মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাযজ্ঞের কথা স্মরণ করে বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল স্বাধীনতার পূর্বমুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ধারণ করেই একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।