
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৫ ডিসেম্বর ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলায় আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সাপাহার সদরের জিরো পয়েন্ট মুক্ত মঞ্চ শহীদ মিনারে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান রাসেল, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোমবাতির নরম আলোয় শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও জাতি-গঠনের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। কর্মসূচিতে অংশ নেওয়া সবাই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
























