
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর ২০২৫
আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)-এর বাস্তবায়নে ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় জয়পুরহাট ও দিনাজপুর জেলায় একযোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভান্ডারি পাড়া (রুকন্দিপুর), নুরনগর (তিলকপুর), মাঝিনা (আটাপুর) এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া (কৃষ্টপুর, গোলাপগঞ্জ) এলাকায় মোট ৫টি উঠান বৈঠক আয়োজন করা হয়। এসব উঠান বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের নারী ও পুরুষসহ মোট ১৩৯ জন ভোটার অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকগুলো পরিচালনা করেন পামডোর উপজেলা সুপারভাইজার জনাব মোঃ রবিউল ইসলাম এবং স্বর্ণভূমির উপজেলা সুপারভাইজার মুক্তা মারডি। এছাড়াও ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।
বৈঠকসমূহে অংশগ্রহণকারীদের মধ্যে গণতন্ত্র ও নির্বাচন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— উঠান বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, মক ভোটিংয়ের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা প্রদান, পথনাটক প্রদর্শনের মাধ্যমে ভোটার সচেতনতা বৃদ্ধি এবং ভোট প্রদানের পূর্ব প্রস্তুতি।
আয়োজকরা জানান, এই ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হবেন।
























