
ছবিঃ সীমান্তের আওয়াজ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ঘোড়াঘাট পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঘোড়াঘাট উপজেলা চত্বরে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ.জেড.এম ডা. জাহিদ হোসেনের পক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ঘোড়াঘাট পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
























