০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জয়পুরহাটে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

  • প্রকাশের সময় : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 48

ছবিঃ সীমান্তের আওয়াজ

সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন; কুচকাওয়াজ, ক্রীড়া, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহর মুখর

স্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিনের প্রথম প্রহরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ও পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই কুচকাওয়াজ, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধের ত্যাগ ও চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দিনব্যাপী আয়োজনগুলোতে অংশগ্রহণ করে জয়পুরহাটবাসী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং স্বাধীনতার মহান অর্জন স্মরণ করেছেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জয়পুরহাটে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশের সময় : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন; কুচকাওয়াজ, ক্রীড়া, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহর মুখর

স্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিনের প্রথম প্রহরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ও পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই কুচকাওয়াজ, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধের ত্যাগ ও চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দিনব্যাপী আয়োজনগুলোতে অংশগ্রহণ করে জয়পুরহাটবাসী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং স্বাধীনতার মহান অর্জন স্মরণ করেছেন।