০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

পাঁচবিবিতে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত

  • প্রকাশের সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 29

ছবিঃ সীমান্তের আওয়াজ

৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে একে একে বীর মুক্তিযোদ্ধা, পাঁচবিবি থানা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলা বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

পাঁচবিবিতে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশের সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে একে একে বীর মুক্তিযোদ্ধা, পাঁচবিবি থানা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলা বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।