০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মহান বিজয় দিবসে জয়পুরহাট-২ আসনে বিএনপির শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 26

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জয়পুরহাটের কালাই উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জয়পুরহাট-২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সচিব, সাবেক কমিশনার ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ আব্দুল বারী।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আব্দুল বারী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। সেই চেতনা বাস্তবায়নে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপি ও কালাই পৌর বিএনপির নেতৃবৃন্দসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলীয় ঐক্য ও আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

মহান বিজয় দিবসে জয়পুরহাট-২ আসনে বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রকাশের সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জয়পুরহাটের কালাই উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জয়পুরহাট-২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সচিব, সাবেক কমিশনার ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ আব্দুল বারী।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আব্দুল বারী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। সেই চেতনা বাস্তবায়নে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপি ও কালাই পৌর বিএনপির নেতৃবৃন্দসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলীয় ঐক্য ও আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।