
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী দেশের বীর শহীদ সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জয়পুরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা শহরের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত অর্জন। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।


























