
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অবস্থিত স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
—


























