ছবিঃ সীমান্তের আওয়াজ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মনোমুগ্ধকর পরিবেশে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠান চলাকালে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা, শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
এছাড়াও হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠজুড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের স্থির চিত্র উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে।