ছবিঃ সীমান্তের আওয়াজ
জয়পুরহাট প্রতিনিধিঃ ১৭ ডিসেম্বর ২০২৫
আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর বাস্তবায়নে “ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম”-এর অংশ হিসেবে জয়পুরহাট জেলার ৪টি ইউনিয়নে পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) জয়পুরহাট জেলার পূনট, মত্রাই, আমদই ও বড়তারা ইউনিয়নে পর্যায়ক্রমে আয়োজিত এই পথনাটকগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নাটক উপভোগ করেন।
“ভাবিয়া করিও শেয়ার” শিরোনামের পথনাটকটির মাধ্যমে ভোটারদের মাঝে ভুল তথ্য ও গুজব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও আত্মবিশ্বাসী ভোটের পরিবেশ গড়ে তোলা এবং মক ভোটিংয়ের মাধ্যমে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পামডোর জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহাবুর রহমান। তিনি বলেন, “ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।”
পথনাটকের মাধ্যমে সাধারণ মানুষের ভাষায় ভোটাধিকার, দায়িত্বশীল নাগরিকত্ব ও গুজব প্রতিরোধের বার্তা তুলে ধরা হলে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।