
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৭ ডিসেম্বর ২০২৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাটে ২৮০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজজাদ হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো: রেজা, সমাজ মুক্তিযোদ্ধা সংসদের জয়পুরহাট জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা জহুরুল আলম রুকু সহ আরও অনেকে।
এ ছাড়াও জেলার জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
























