ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৭ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ আবদুল হাকিম মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক আনু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল বারী, বেলায়েত হোসেন লেবু ও রেজাউল করিম। বক্তারা ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, স্থানীয় শিল্প বিকাশ এবং ব্যবসায়ীদের অধিকার ও সমস্যা সমাধানে চেম্বারের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাইদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ ফয়সাল আলীম এবং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবদুল মমিন ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল ওহাব, জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, নারী নেত্রী জাহেদা কামালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার প্রায় দেড় হাজার ব্যবসায়ীর অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচন কমিশন নবনির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন এবং সকল নির্বাচিত প্রতিনিধিকে অভিনন্দন জানানো হয়।