০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক ঘিরে উত্তেজনাঃ ছাত্রজনতার বিক্ষোভে সভা পণ্ড

  • প্রকাশের সময় : ০১:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 55

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ১৭ ডিসেম্বর ২০২৫

নওগাঁ শহরে জাতীয় পার্টির একটি বৈঠককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে বৈঠকটি পণ্ড হয়ে যায়।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের উপকিল পাড়া এলাকায় ‘আলটিমেট ড্রিম’ নামের একটি অ্যাপার্টমেন্টে জাতীয় পার্টির কিছু নেতাকর্মী বৈঠকে বসেন। অভিযোগ ওঠে, গোপন ওই বৈঠকের মাধ্যমে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জলের নেতৃত্বে বৈঠক চলাকালে একপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করেন।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রজনতা সভাকক্ষে প্রবেশ করে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের কয়েকটি ছবি ও জাতীয় পার্টির প্রতীকী লাঙ্গল ভাঙচুর করেন। পরে সেগুলোতে আগুন ধরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, সাদমান সাকিবসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে এখনো জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক ঘিরে উত্তেজনাঃ ছাত্রজনতার বিক্ষোভে সভা পণ্ড

প্রকাশের সময় : ০১:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ১৭ ডিসেম্বর ২০২৫

নওগাঁ শহরে জাতীয় পার্টির একটি বৈঠককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে বৈঠকটি পণ্ড হয়ে যায়।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের উপকিল পাড়া এলাকায় ‘আলটিমেট ড্রিম’ নামের একটি অ্যাপার্টমেন্টে জাতীয় পার্টির কিছু নেতাকর্মী বৈঠকে বসেন। অভিযোগ ওঠে, গোপন ওই বৈঠকের মাধ্যমে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জলের নেতৃত্বে বৈঠক চলাকালে একপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করেন।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রজনতা সভাকক্ষে প্রবেশ করে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের কয়েকটি ছবি ও জাতীয় পার্টির প্রতীকী লাঙ্গল ভাঙচুর করেন। পরে সেগুলোতে আগুন ধরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, সাদমান সাকিবসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে এখনো জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।