০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 52

ছবিঃ সীমান্তের আওয়াজ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নওগাঁর আত্রাই উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি নিষিদ্ধ ‘কচ জাল’ জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। অভিযান শেষে তিনি বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কচ জাল মাছের বংশবিস্তারে মারাত্মক বাধা সৃষ্টি করে। জনস্বার্থ ও মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী কিংবা বিলে অবৈধ জাল পেতে মাছ ধরতে দেওয়া হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, “কচ জাল মূলত একটি মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে ধ্বংস হয়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য ভয়াবহ হুমকি। সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জব্দকৃত নিষিদ্ধ জালগুলো তাৎক্ষণিকভাবে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রকাশের সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নওগাঁর আত্রাই উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি নিষিদ্ধ ‘কচ জাল’ জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। অভিযান শেষে তিনি বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কচ জাল মাছের বংশবিস্তারে মারাত্মক বাধা সৃষ্টি করে। জনস্বার্থ ও মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী কিংবা বিলে অবৈধ জাল পেতে মাছ ধরতে দেওয়া হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, “কচ জাল মূলত একটি মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে ধ্বংস হয়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য ভয়াবহ হুমকি। সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জব্দকৃত নিষিদ্ধ জালগুলো তাৎক্ষণিকভাবে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।