০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় জয়পুরহাটে পথনাটক ও উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 45

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৮ ডিসেম্বর ২০২৫

ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় জয়পুরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে পথনাটক ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিক সংস্থা আইএফইএস-এর সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।

এদিন মোহাম্মাদাবাদ, দোগাছি, পূরানা পৈল ইউনিয়ন ও জয়পুরহাট পৌরসভায় মোট ৪টি পথনাটক এবং থিওট, পাথুরিয়া, আয়মারসুলপুর ও বীরনগর এলাকায় ৪টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পথনাটক ও উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে ভোটারদের মাঝে গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রদানের প্রস্তুতি, মক ভোটিং, সঠিক তথ্য গ্রহণ এবং ভ্রান্ত তথ্য ও গুজব থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পামডোর জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহাবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মীরা। এসময় তিনি বলেন,

“ভুল তথ্য ও গুজব সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। শান্তিপূর্ণ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সচেতন ভোটারের বিকল্প নেই।”

উক্ত পথনাটকটির শিরোনাম ছিল “ভাবিয়া করিও শেয়ার”, যার মূল উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানোর ক্ষতিকর দিক তুলে ধরা এবং ভোটারদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় জয়পুরহাটে পথনাটক ও উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৮ ডিসেম্বর ২০২৫

ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় জয়পুরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে পথনাটক ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিক সংস্থা আইএফইএস-এর সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।

এদিন মোহাম্মাদাবাদ, দোগাছি, পূরানা পৈল ইউনিয়ন ও জয়পুরহাট পৌরসভায় মোট ৪টি পথনাটক এবং থিওট, পাথুরিয়া, আয়মারসুলপুর ও বীরনগর এলাকায় ৪টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পথনাটক ও উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে ভোটারদের মাঝে গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রদানের প্রস্তুতি, মক ভোটিং, সঠিক তথ্য গ্রহণ এবং ভ্রান্ত তথ্য ও গুজব থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পামডোর জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহাবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মীরা। এসময় তিনি বলেন,

“ভুল তথ্য ও গুজব সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। শান্তিপূর্ণ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সচেতন ভোটারের বিকল্প নেই।”

উক্ত পথনাটকটির শিরোনাম ছিল “ভাবিয়া করিও শেয়ার”, যার মূল উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানোর ক্ষতিকর দিক তুলে ধরা এবং ভোটারদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।