
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৮ ডিসেম্বর ২০২৫
কালাই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আরা মহোদয়ের সভাপতিত্বে উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নির্বাচন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলমসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী ও তরুণ ভোটারদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আরা মহোদয়ের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)। পাশাপাশি অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা প্রদান করায় উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এ ধরনের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা ও অংশগ্রহণমূলক ভোটার শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


























