
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৮ ডিসেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাহী আদেশে সারাদেশের ন্যায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকেই শুরু হওয়া এ অভিযান বুধবার বিকেলে পৌর শহরের পাঁচবিবি মহিলা কলেজ সংলগ্ন লতীহাটি এলাকায় জোরদার করা হয়। এ সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বিভিন্ন স্থাপনায় টাঙানো রাজনৈতিক দলের নেতাকর্মীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে দেখা যায়।
অভিযান পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। তিনি প্রতিদিন নিয়মিত দাপ্তরিক কাজ শেষ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ (বাংলাদেশ গেজেট) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে টাঙানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরও বলেন, বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, শিল্প কারখানা, দোকান, কাঁচা-পাকা বাড়ির ভেতর-বাইরে, ছাদ, গাছ, বৈদ্যুতিক লাইনের খুঁটি, সড়ক বিভাজন, ব্রিজ ও কালভার্টসহ যেসব স্থানে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারসামগ্রী টাঙানো হয়েছে—সেগুলো অপসারণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


























