ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টঃ শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) বাস্তবায়িত ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম-এর আওতায় জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলায় ধারাবাহিকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জয়পুরহাট জেলার পলাশতলী ও পেচুলিয়া ইউনিয়ন এবং পাঁচবিবি উপজেলার সিতামাধখুর ও কৃষ্ণপুর এলাকায় মোট ৪টি উঠান বৈঠক আয়োজন করা হয়। এসব উঠান বৈঠকে ২০৯ জন আদিবাসী নারী ও পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকগুলো পরিচালনা করেন পামডোর উপজেলা সুপারভাইজার জনাব মোঃ রবিউল ইসলাম। এছাড়াও ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।
উঠান বৈঠকে আলোচিত বিষয়সমূহ—
উঠান বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য
গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা
ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব ও অধিকার
মক ভোটিংয়ের মাধ্যমে ভোট প্রদানের কৌশল
পথনাটক প্রদর্শনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা
ভোট প্রদানের পূর্বপ্রস্তুতি বক্তারা বলেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এতে ভোটারদের মধ্যে নির্বাচন বিষয়ে ভীতি দূর হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা ভোট দেওয়ার সঠিক পদ্ধতি ও নিজেদের অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন, যা আগামীর যেকোনো নির্বাচনে দায়িত্বশীল ভোটার হিসেবে ভূমিকা রাখতে সহায়ক হবে।