০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাপাহারে জমি বিরোধে বসতবাড়ি ঘেরাও ও ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : ১০:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 71

ছবিঃ সীমান্তের আওয়াজ

প্রভাবশালী মহলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টারঃ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

নওগাঁর সাপাহার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়ির সীমানা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখা এবং টিনের ছাউনি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৫ ডিসেম্বর (রবিবার) সকালে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন (৪৫) সাপাহার থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণঃ
অভিযোগ সূত্রে জানা যায়, চন্দুরা মৌজার আরএস ২২১ খতিয়ানভুক্ত ৫৫০ ও ৫৪৮ দাগের পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন মোট ৩২ শতাংশ জমির একাংশে দেলোয়ার হোসেন দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

কিন্তু একই গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে মোঃ মাহাবুর রহমান (৪২), মোঃ মাসুদ রানা (৩৭) ও মোঃ মামুন (৩৫) দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন কী ঘটেছিলঃ
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন ভোর আনুমানিক সকাল ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক বাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া স্থাপন করে এবং বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
একপর্যায়ে অভিযুক্তরা বাড়ির প্রাচীরের টিনের ছাউনি ভাঙচুর করে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। প্রাণভয়ে দেলোয়ার হোসেন আত্মরক্ষার্থে এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

ভুক্তভোগীর বক্তব্যঃ
দেলোয়ার হোসেন বলেন, “আমি বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এখন প্রভাবশালী একটি মহল গায়ের জোরে আমার ভিটেমাটি দখলের চেষ্টা করছে এবং আমাকে ও আমার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।”

অভিযুক্তের পাল্টা দাবিঃ
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ মামুন কাঁটা তারের বেড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “দেলোয়ার হোসেন আমাদের মামা। তার সঙ্গে আমাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। তিনি আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দেওয়ার পর এই বিরোধের সৃষ্টি হয়েছে। আমরা আমাদের নিজস্ব জমি মেপে সীমানা নির্ধারণ করেছি, কারো জমি দখল করিনি।”

পুলিশের বক্তব্যঃ
সাপাহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে চন্দুরা গ্রামসহ আশপাশের এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

সাপাহারে জমি বিরোধে বসতবাড়ি ঘেরাও ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশের সময় : ১০:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

প্রভাবশালী মহলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টারঃ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

নওগাঁর সাপাহার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়ির সীমানা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখা এবং টিনের ছাউনি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৫ ডিসেম্বর (রবিবার) সকালে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন (৪৫) সাপাহার থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণঃ
অভিযোগ সূত্রে জানা যায়, চন্দুরা মৌজার আরএস ২২১ খতিয়ানভুক্ত ৫৫০ ও ৫৪৮ দাগের পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন মোট ৩২ শতাংশ জমির একাংশে দেলোয়ার হোসেন দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

কিন্তু একই গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে মোঃ মাহাবুর রহমান (৪২), মোঃ মাসুদ রানা (৩৭) ও মোঃ মামুন (৩৫) দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন কী ঘটেছিলঃ
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন ভোর আনুমানিক সকাল ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক বাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া স্থাপন করে এবং বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
একপর্যায়ে অভিযুক্তরা বাড়ির প্রাচীরের টিনের ছাউনি ভাঙচুর করে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। প্রাণভয়ে দেলোয়ার হোসেন আত্মরক্ষার্থে এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

ভুক্তভোগীর বক্তব্যঃ
দেলোয়ার হোসেন বলেন, “আমি বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এখন প্রভাবশালী একটি মহল গায়ের জোরে আমার ভিটেমাটি দখলের চেষ্টা করছে এবং আমাকে ও আমার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।”

অভিযুক্তের পাল্টা দাবিঃ
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ মামুন কাঁটা তারের বেড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “দেলোয়ার হোসেন আমাদের মামা। তার সঙ্গে আমাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। তিনি আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দেওয়ার পর এই বিরোধের সৃষ্টি হয়েছে। আমরা আমাদের নিজস্ব জমি মেপে সীমানা নির্ধারণ করেছি, কারো জমি দখল করিনি।”

পুলিশের বক্তব্যঃ
সাপাহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে চন্দুরা গ্রামসহ আশপাশের এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।