
নওগাঁ-১ আসনে ৬ জনের মনোনয়নপত্র উত্তোলন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ রবিবার, ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার–নিয়ামতপুর–পোরশা) সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে জানা গেছে।
মনোনয়নপত্র উত্তোলনকারীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তিনজন নেতা রয়েছেন। তারা হলেন—
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোটপ্রাপ্ত, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান; নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী; এবং দীর্ঘদিন রাজপথে সক্রিয়, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম।



জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে নওগাঁ জেলা জামায়াতের পক্ষে সাপাহার আলহেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম তার নামে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পোরশা উপজেলা কমিটির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ সোহরাব আলী নির্বাচন কমিশনের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
তবে মনোনয়নপত্র যাচাই ও প্রত্যাহার শেষে চূড়ান্তভাবে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা জানা যাবে বলে সংশ্লিষ্ট দলগুলোর নেতাকর্মীরা জানিয়েছেন।


























