ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টঃ রবিবার ২১ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সচিব আব্দুল বারী। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা নির্বাচন অফিসে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহকালে তাঁর সঙ্গে বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়ন সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আব্দুল বারী বলেন, “দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপি আবারও রাজপথে রয়েছে।"
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট সমাধান করা হবে। এ কর্মসূচির মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাবেক এই সচিব বলেন, “জয়পুরহাট-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি যদি জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে এ এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব।”
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, অভিজ্ঞ, সৎ ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আব্দুল বারী জয়পুরহাট-২ আসনে বিএনপিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবেন। তাঁরা আশা প্রকাশ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বিজয়ী করবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়ন সংগ্রহ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছে।